মে দিবস: শ্রমের মর্যাদায় গড়া একটি দিন | The history of international workers day | May Day

মে দিবস: শ্রমের মর্যাদায় গড়া একটি দিন | The history of international workers day | May Day

 

মে দিবস: শ্রমের মর্যাদায় গড়া একটি দিন

আজ ১ মে—বিশ্ব শ্রমিক দিবস।

এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি একটি ইতিহাস, একটি আন্দোলনের স্মৃতি, একটি শ্রদ্ধা জানানো মুহূর্ত—সব সেই মানুষদের জন্য, যাদের ঘামে গড়ে উঠেছে সভ্যতা।

১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেট আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম—৮ ঘণ্টা কাজের দাবিতে। সেই আন্দোলন আজও আমাদের স্মরণ করায়: শ্রমিক মানেই কেবল কাজ নয়, শ্রমিক মানে সম্মান, ন্যায্যতা, আর অধিকার।

আমাদের দেশেও প্রতিদিন লক্ষ-কোটি শ্রমিক, কৃষক, নির্মাণকর্মী, গার্মেন্টস শ্রমিক—তাঁদের পরিশ্রমেই এগিয়ে চলছে উন্নয়ন, অগ্রগতি আর অর্থনীতি। কিন্তু এখনও অনেকেই ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত।

তাই মে দিবস শুধু ছুটি নয়, এটি ভাবার, বোঝার এবং আওয়াজ তোলার দিন—

শ্রমিকের অধিকার মানে দেশের সম্মান।

শুভ মে দিবস।

শ্রমের মর্যাদা প্রতিষ্ঠায় একসাথে পথ চলি।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন