ভুয়া হজ ক্যাম্পেইনের ফাঁদে হাজিরা, মক্কায় প্রতারকচক্র ধরতে সৌদি পুলিশের অভিযান

ভুয়া হজ ক্যাম্পেইনের ফাঁদে হাজিরা, মক্কায় প্রতারকচক্র ধরতে সৌদি পুলিশের অভিযান

সৌদি আরবের পবিত্র মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা পবিত্র স্থানে আবাসন ও পরিবহন সুবিধা দেওয়ার নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলছে। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন।

এদিকে, প্রতারকচক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মক্কা পুলিশ। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, মক্কায় ভুয়া হজ ক্যাম্পেইন পরিচালনার অভিযোগে চারজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল।

গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন ছড়িয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা দাবি করছিল, হাজিদের পবিত্র স্থানে থাকার ব্যবস্থা ও পরিবহন সুবিধা দেবে। তবে পুলিশ তদন্ত করে জানতে পারে, এই চক্র অভিনব কায়দায় হাজিদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল।

মক্কা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। বর্তমানে আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

চলতি সপ্তাহেই আরও একটি প্রতারকচক্রকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। ওই দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা অর্থের বিনিময়ে অনুমোদনবিহীন সেবা প্রদান করছিল। যেমন—হজযাত্রীদের আবাসন ও পবিত্র স্থানে পরিবহনের ব্যবস্থা, অন্যের হয়ে হজ পালন, কোরবানির পশু সংগ্রহ ও বিতরণ এবং জাল হজ ব্রেসলেট বিক্রির মতো কাজ করছিল তারা।

এ বিষয়ে সৌদির জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক এবং হজযাত্রীদের প্রতি হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা লঙ্ঘনের তথ্য থাকলে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে জানাতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন